বাংলা ফন্ট দেখতে সমস্যা হচ্ছে?

যেভাবে সমাধান করবেনঃ 

আপনার ব্রাউজার যদি google chrome হয়-

স্টেপ-১ঃ
সিয়াম রূপালি ফন্টটি ডাউনলোড করুন। পাবেন এখানে (Download)। ডাউনলোড করা ফাইলটির উপর ডাবল ক্লিক করে এর ‘ইনস্টল’ বাটনে ক্লিক করে ফন্টটি ইনস্টল করে নিন।

স্টেপ-২ঃ
google chrome এর সেটিংস অপশনে যান। খুঁজে পাবেন ছবিতে মার্ক করা বাটনে ক্লিক করার পর।

স্টেপ-৩ঃ
তারপর ক্রমের ‘সেটিংস’ থেকে ‘শো অ্যাডভান্সড সেটিংস’ সিলেক্ট করুন। 
স্টেপ-৪ঃ
ওয়েব কনটেন্ট’ মেন্যুতে  খুঁজে নিন। ‘ ‘Customize Fonts’ এ ক্লিক করুন। ক্লিক করলে ফন্ট মেন্যু আসবে।



স্টেপ-৫ঃ 
এখান থেকে ‘Standard Font’, ‘Serif Font’ ,  ‘Sans-serif Font’ 
ও 'Fixed-width font পরিবর্তন করে ‘Siyam Rupali’ নির্বাচন করে ‘Done’ বাটনে ক্লিক। খেলা শেষ!!! 

No comments:

Post a Comment